SPECIAL RECOMMENDED: TRAFFICMONSOON কিভাবে কাজ করবেন এবং রেজিঃ করবেন দেখে নিন> ক্লিক করুন
Faucetbox সর্ম্পকে কিছু প্রাথমিক ধারনা
Faucetbox সর্ম্পকে কিছু প্রাথমিক ধারনা
Faucetbox হলোে একটি রাসিয়ান সাইট। এই সাইটের অধিনে অনেকগুলো faucet সাইট রয়েছে, যার মাধ্যমে আমরা সাতোসি আয় করব। faucetbox সাইটটি ০.০০০১৩০০০ বিটিসি হলেই পে করে যা ৪৮ ঘন্টার মধ্যে বিটকয়েন ওয়ালেটে জমা হয়। উক্ত faucet সাইটগুলো ক্যাপচা পূরন করার মাধ্যমে সাতোসি দিয়ে থাকে যা পরবর্তিতে faucetbox সাইটে জমা হয়। আসা করি এইটুকু বলার মাধ্যমে আপনারা faucetbox সম্পর্কে আনুমানিক ধারনাটি পেয়েছেন।
এবার আসি কি ভাবে এই সাইটগুলো থেকে প্রচুর পরিমানে এবং অল্প সময়ে বিটকয়েন আর্ন করবেন। এখানে দুটি বিষয় ফলো করতে হবে, যার মধ্যে একটি হল কিছু সাইট বুকমার্ক করা, যে সাইটগুলো বেশি পরিমানে সাতোসি দেয় যেমন ১০০০ বা তার উপরে সাতোসি পে করে এই রকম ২০ বা তার বেশি বুকমার্ক করা। প্রথমবার সাতোসি পাওয়ার সাথে সাথে একটি নিদৃষ্ট এড্রেস (বিটিসি ওয়ালেট) রেফারাল লিংক হিসেবে সবগুলোতে ব্যবহার করে নিবেন। এর ফলে পরবর্তিতে সাতোসি ক্লাইম করার পর আপনি রেফারাল এর অতিরিক্ত লাভ পেয়ে যাবেন। আসা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝে নিয়েছেন। পরবর্তি টিউনে দিতীয় বিষয়টি নিয়ে আসবো।
আমি যে সকল faucetbox সাইটগুলো থেকে সাতোসি আর্ন করি তার একটি লিষ্ট আপনাদের দিলাম।
লিষ্ট গুলো পেতে এখানে ক্লিক করুন।
Faucetbox সর্ম্পকে সর্ম্পূন ধারনা
faucetbox থেকে অবিরত সাতোসি আর্ন করা যায়। এর জন্য অবশ্যই একটি আইপি হাইডার ব্যবহার করতে হবে। সাধারনত এই সকল আইপি হাইডার সফ্টওয়্যার গুলো ফ্রিতে পাওয়া যায় না, এর অর্থ হলো এগুলো টাকা খরচ করে কিনতে হয়। তবে আমি আপনাদের কে আইপি হাইডার প্রো (IP Hider Pro) এর প্যাচ সহ ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। আপনাদের প্যাচ নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, তবে আমি সুধু এতটুকু বলবো যে এটি সম্পূর্ণ ভাইরাস মুক্ত। এবার আপনার যদি মনে চায় তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন।
আইপি হাইডার কি কারনে ব্যবহার করব তা আসা করি বলার প্রয়োজন নেই। তবে কি জন্য এই আইপি হাইডার faucetbox এ ব্যবহার করব তা আপনাদের বুঝার জন্য বলে দিচ্ছি। faucet সাইটগুলো থেকে একাধিকবার ক্লাইম করার জন্য, অর্থ্যাৎ প্রত্যেকটি সাইট থেকে সাতোসি আর্ন করার পর আবার সেখান থেকে ক্লাইম করার জন্য। এর অর্থ হলো, প্রত্যেকটি সাইট থেকে আপনি যখন সাতোসি পাবেন তখন উক্ত সাইটগুলো আপনাকে কিছু সময় বেধে দিবে। এর ফলে আপনি সেই নিদৃষ্ট সময়ের ভিতর আর সাতোসি পাবেন না। আইপি হাইডার ব্যবহার করার ফলে বেধে দেওয়া সেই সময়ের ভিতর যতবার ইচ্ছে ততবার ক্লাইম করা যাবে। ওহ আরেকটি বিষয় মনে রাখা জরুরী যে একটি আইপি দিয়ে একবারি সাতোসি পাবেন, অর্থ্যাৎ আপনি যদি ঐ একই আইপি দিয়ে দ্বিতীয় বার একই সাইটে ক্লাইম করতে যান তাহলে দ্বিতীয় বার পাবেন না। সুতরাং বিষয়টি মনে রাখা জরুরী।
এবার আসি বিটকয়েন এড্রেস সম্পর্কে, faucetbox সাইটগুলো থেকে প্রচুর পরিমানে বিটকয়েন পাওয়ার জন্য বিটকয়েন এড্রেস খুব গুরুত্বপূর্ন একটি বিষয়। আমরা সাধারনত বিটকয়েন ওয়ালেট এবং এড্রেসের জন্য কয়েনবেস (coinbase) ব্যবহার করি। এখানে মূল কাজ হলো, কয়েনবেস থেকে কিছু এড্রেস (১০ থেকে ১২ টা) তৈরি করে নোটপ্যাডে কপি করে রাখা। এই ছাড়া বিটকয়েন এড্রেস সম্পর্কিত এখানে আর কোনো কাজ নেই।
এবার হলো আসল কাজ, আইপি হাইডার সফ্টওয়ারটি ওপেন করুন এবং ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম লোকেশেন সিলেক্ট করে সেখানকার একাট আইপি এড্রেস দিয়ে কানেক্ট করুন। এখানে একটি বিষয় বলে রাখি ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম লোকেশন সিলেক্ট করতে বলেছি কারণ এই লোকেশনে আপনি সর্বোচ্চ আয় পাবেন, লোকেশন সম্পর্কে এখন শুধু এতটুকু বুঝেনিন বাদবাকি নিজেই পরে বুঝতে পারবেন। এখন আপনার কাজ হলো কিছু সাইট বুকমার্ক করা যেগুলো সর্বোচ্চ পে করে। সর্বোচ্চ পে করে এইরকম ৩০+ সাইটের লিষ্ট আপনাদেরকে দিলাম। সাইটের লিষ্টগুলো পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। এই সাইটগুলো সর্বোনিম্ন ১০০০ সাতোসি পে করে।
এবার হলো আসল কাজ, আইপি হাইডার সফ্টওয়ারটি ওপেন করুন এবং ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম লোকেশেন সিলেক্ট করে সেখানকার একাট আইপি এড্রেস দিয়ে কানেক্ট করুন। এখানে একটি বিষয় বলে রাখি ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম লোকেশন সিলেক্ট করতে বলেছি কারণ এই লোকেশনে আপনি সর্বোচ্চ আয় পাবেন, লোকেশন সম্পর্কে এখন শুধু এতটুকু বুঝেনিন বাদবাকি নিজেই পরে বুঝতে পারবেন। এখন আপনার কাজ হলো কিছু সাইট বুকমার্ক করা যেগুলো সর্বোচ্চ পে করে। সর্বোচ্চ পে করে এইরকম ৩০+ সাইটের লিষ্ট আপনাদেরকে দিলাম। সাইটের লিষ্টগুলো পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। এই সাইটগুলো সর্বোনিম্ন ১০০০ সাতোসি পে করে।
এখন আপনার তৈরি করা কয়েনবেস এড্রেসগুলোর মধ্যে একটিকে কপি করে নিন, তার পর এই সাইটটি ওপেন করুন। এখানে ৩০+ faucet রয়েছে এবং এই লিষ্ট প্রতিদিন আপডেট করা হয়। এর ফলে কোনো সাইট যদি পে না করে তাহলে লিষ্টে বলে দেওয়া হয়।